সমাসের বিভিন্ন পরিভাষা

সমস্ত পদ: সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্তপদ বা সমাসবদ্ধ পদ।

সমস্যমান পদ: যে যে পদে সমাস হয়, তাদের প্রত্যেককে সমস্যমান পদ বলে।

পূর্বপদ: সমাসযুক্ত পদের প্রথম অংশকে পূর্বপদ বলে।

পরপদ: সমাসযুক্ত পদের শেষ অংশকে পরপদ বা উত্তরপদ বলে।

ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য: সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য বা সমাসবাক্য বলে। যেসব শব্দ দিয়ে সমস্তপদকে ব্যাখ্যা করা হয়, তাকে ব্যাসবাক্য বলে।

 

উদাহরণ: বিলাত থেকে ফেরত = বিলাত ফেরত। এখানে,

সমস্ত পদ = বিলাত ফেরত 

ব্যাসবাক্য = বিলাত থেকে ফেরত 

সমস্যমান পদ = বিলাত, ফেরত 

পূর্বপদ = বিলাত 

পরপদ = ফেরত

প্রথম বাক্য: পরীক্ষাসমূহের নিয়ন্ত্রক পরীক্ষার সময় সংক্রান্ত সূচি স্কুল ও কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

দ্বিতীয় বাক্য: পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি স্কুল-কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

প্রদত্ত বাক্যে -

সমস্ত পদ: পরীক্ষা নিয়ন্ত্রক, সময়সূচি, স্কুল-কলেজ।

ব্যাসবাক্য: পরীক্ষাসমূহের নিয়ন্ত্রক, সময় সংক্রান্ত সূচি, স্কুল ও কলেজে।

পূর্বপদ: পরীক্ষা, সময়, স্কুল।

পরপদ: নিয়ন্ত্রক, সূচি, কলেজ।

Reference: অগ্রদূত বাংলা