সমাসের প্রকারভেদ

সমাস প্রধানত ছয় প্রকার। যথা: 

  • দ্বন্দ্ব সমাস (উভয়পদের অর্থ প্রধান), 
  • কর্মধারয় সমাস (পরপদের অর্থ প্রধান), 
  • তৎপুরুষ সমাস (পরপদের অর্থ প্রধান), 
  • বহুব্রীহি সমাস (তৃতীয় কোনো ভিন্ন অর্থ প্রধান), 
  • দ্বিগু সমাস (সংখ্যাবাচক শব্দ থাকবে), 
  • অব্যয়ীভাব সমাস (পূর্বপদের অর্থ প্রধান)।

ড. এনামুল হকের মতে, বৈশিষ্ট্যের বিচারে সমাস চার ভাগে বিভক্ত। যথা: 

  • দ্বন্দ্ব সমাস: উভয়পদের অর্থ প্রধান। 
  • অব্যয়ীভাব সমাস: পূর্বপদের অর্থ প্রধান বা অব্যয় পদের অর্থ প্রধান থাকে। 
  • তৎপুরুষ সমাস: পরপদের অর্থ প্রধান। 
  • বহুব্রীহি সমাস: তৃতীয় কোনো ভিন্ন অর্থ প্রধান।

 

✓ দ্বিগু সমাসকে কর্মধারয় সমাস এবং কর্মধারয় সমাসকে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত বলে ধরা হয়।

✓ নবম-দশম শ্রেণির নতুন ব্যাকরণে সমাসকে চারভাগে ভাগ করা হয়েছে। যথা: দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ ও বহুব্রীহি।

 

 

Reference: অগ্রদূত বাংলা