বিশেষ্য ও বিশেষণ পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্য বা পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকেই কর্মধারয় সমাস বলে। কর্মধারয় সমাসে পরপদের অর্থই প্রধান। এ সমাসে যে, যিনি, যেটি ইত্যাদি ব্যাসবাক্যে বসে। যেমন:
- গোলাপ নামের ফুল = গোলাপফুল,
- যা কাঁচা তাই মিঠা = কাঁচামিঠা।
- টাক যে মাঘা = টাকমাথা।
- নীল যে পদ্ম = নীলপদ্ম
- শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট।
- শ্বেত যে বস্ত্র = শ্বেতবস্ত্র
- কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা।
- হারিয়েছে যে মণি = হারামণি
- মহান যে রাজা = মহারাজ।
- খাস যে মহল = খাসমহল
- খাস যে জমি = খাসজমি।
- চিত যে সাঁতার = চিতসাঁতার
- ভাজা যে বেগুন = বেগুনভাজা।
- কনক যে চাঁপা = কনকচাঁপা