তৎপুরুষ সমাস

যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকেই তৎপুরুষ সমাস বলে। সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যেকোনো বিভক্তি থাকতে পারে: আর পূর্বপদের বিভক্তি অনুসারে এদের নামকরণ হয়। 

যেমন: পদ থেকে চ্যুত = পদচ্যুত। এখানে 'থেকে' বিভক্তি লুপ্ত হয়েছে।

 

Reference: অগ্রদূত বাংলা