অব্যয়ীভাব সমাস

অব্যয়ীভাব অর্থ অব্যয়ের ভাব বর্তমান। পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। অব্যয়ীভাব সমাস পূর্বপদ প্রধান সমাস। যেমন- 

  • জানু পর্যন্ত লম্বিত (গর্যন্ত শব্দের অব্যয় 'আ')=আজানুলম্বিত।

এছাড়াও সামীপ্য (নৈকট্য), বিস্সা (পৌনঃপুনিকতা), পর্যন্ত, অভাব, অনতিক্রম্যতা, সাদৃশ্য, যোগ্যতা প্রকৃতি নানা অর্থে অব্যয়ীভাব সমাস হয়।

Reference: অগ্রদূত বাংলা