দ্বন্দ্ব সমাসের বিভিন্ন প্রকার

 

দ্বন্দ্ব সমাসউদাহরণ
মিলনার্থক শব্দযোগেমা-বাবা, মা-বাপ, মাসি-পিসি, জিন-পরি, চা-বিস্কুট ইত্যাদি।
বিরোধার্থক শব্দযোগেদা-কুমড়া, অহি-নকুল, স্বর্গ-নরক ইত্যাদি।
বিপরীতার্থক শব্দযোগেআয়-ব্যয়, জমা-খরচ, ছোট-বড়, ছেলে-বুড়ো, লাভ-লোকসান, ধনী-দরিদ্র, ভালোমন্দ ইত্যাদি।
সমার্থক শব্দযোগেহাট-বাজার, ঘর-বাড়ি, ঘর-দুয়ার, কল-কারখানা, মোল্লা-মৌলভি, খাতা-পত্র ইত্যাদি
অঙ্গবাচক শব্দযোগেহাত-পা, নাক-কান, নাক-মুখ, বুক-পিঠ, মাথা-মুণ্ডু ইত্যাদি।
সংখ্যাবাচক শব্দযোগেসাত-পাঁচ, নয়-ছয়, সাত-সতের, উনিশ-বিশ ইত্যাদি।
প্রায় সমার্থক ও সহচর শব্দযোগেকাপড়-চোপড়, পোকা-মাকড়, দয়া-মায়া, ধৃতি-চাদর ইত্যাদি।
দুটি সর্বনামযোগেযা-তা, যে-সে, যথা-তথা, তুমি-আমি, এখানে-সেখানে ইত্যাদি।
দুটি ক্রিয়াযোগেদেখা-শোনা, যাওয়া-আসা, চলা-ফেরা, দেওয়া-খোওয়া ইত্যাদি।
দুটি ক্রিয়া বিশেষণযোগেধীরে-সুস্থে, আগে-পাছে, আকারে-ইঙ্গিতে ইত্যাদি।
দুটি বিশেষণযোগেভালো-মন্দ, কম-বেশি, আসল-নকল, বাকি-বকেয়া ইত্যাদি।
Reference: অগ্রদূত বাংলা