সমার্থক দ্বন্দ্ব

দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদ একই অর্থ বহন করলে তাকে সমার্থক দ্বন্দ্ব বলে। যেমন: 

  • লজ্জা ও শরম = লজ্জাশরম, 

একইভাবে, আইন-কানুন, ঠাট্টা-মশকরা, মণি-মাণিক্য, দুঃখ-কষ্ট, রাগ-রাগিণী, রাজা-বাদশা, ধন-সম্পত্তি, ধর-পাকড়, সুখ-শান্তি, টাকাকড়ি, জনমানব, জীবজন্তু ইত্যাদি।

Reference: অগ্রদূত বাংলা