দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদ বিপরীত অর্থ বহন করলে তাদের বিরোধার্থক বা বিপরীতার্থক দ্বন্দ্ব বলে। যেমন:
একইভাবে, আকাশ-পাতাল, গুরু-শিষ্য, দিন-রাত, রাজা-প্রজা, দেশ-বিদেশ, জন্মমৃত্যু, মরাবাঁচা, আজকাল, নরনারী ইত্যাদি।