ব্যাসবাক্যের মাঝের পদ লোপ পেয়ে যে সমাস হয়, তাই মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেমন-
উপমান পদ: উপমান অর্থ তুলনীয় বস্তু। যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান।
উপমেয় পদ: প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। যাকে উপমিত বা তুলনা করা হয় তাকে বলে উপমেয়।
সাধারণ ধর্ম: উপমান ও উপমেয়ের একটি সাধারণ ধর্ম থাকবে। যে গুণ বা ধর্মের জন্য উপমান ও উপমেয় পদের তুলনা করা হয়, তাকে সাধারণ ধর্ম বলে। যেমন- ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ = ভ্রমরকৃষ্ণকেশ। (এখানে 'ভ্রমর' উপমান এবং 'কেশ' উপমেয়। 'কৃষ্ণত্ব' হলো সাধারণ ধর্ম)