মধ্যপদলোপী কর্মধারয় সমাস

ব্যাসবাক্যের মাঝের পদ লোপ পেয়ে যে সমাস হয়, তাই মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেমন- 

  • সিংহ চিহ্নিত আসন = সিংহাসন।
  • স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ
  • সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা
  • গোবরে নির্মিত গনেশ = গোবর গনেশ
  • জ্যোৎস্না শোভিত রাত = জ্যোৎস্নারাত
  • হাতে পরা হয় যে ঘড়ি = হাতঘড়ি
  • বিজয় নির্দেশক পতাকা = বিজয়-পতাকা
  • হাসি মাখা মুখ = হাসিমুখ
  • ঝাল মিশ্রিত মুড়ি = ঝালমুড়ি
  • সংবাদ যুক্ত পত্র = সংবাদপত্র
  • প্রাণ যাওয়ার ভয় = প্রাণভয়
  • জয় সূচক ধ্বনি = জয়ধ্বনি
  • ধর্ম রক্ষার্থে ঘট = ধর্মঘট
  • ঘি মাখানো ভাত = ঘিভাত
  • ঘরে আশ্রিত জামাই = ঘরজামাই

উপমান পদ: উপমান অর্থ তুলনীয় বস্তু। যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান।

উপমেয় পদ: প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। যাকে উপমিত বা তুলনা করা হয় তাকে বলে উপমেয়।

সাধারণ ধর্ম: উপমান ও উপমেয়ের একটি সাধারণ ধর্ম থাকবে। যে গুণ বা ধর্মের জন্য উপমান ও উপমেয় পদের তুলনা করা হয়, তাকে সাধারণ ধর্ম বলে। যেমন- ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ = ভ্রমরকৃষ্ণকেশ। (এখানে 'ভ্রমর' উপমান এবং 'কেশ' উপমেয়। 'কৃষ্ণত্ব' হলো সাধারণ ধর্ম)

Reference: অগ্রদূত বাংলা