সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয়, তাকেই উপমান কর্মধারয় সমাস বলে। এতে একটি বিশেষ্য পদ ও অপরটি বিশেষণ থাকে। যেমন:
- অরুণের ন্যায় রাঙা = অরুণরাঙা।
- তুষারশুভ্র (বিশেষ্য+ বিশেষণ) = তুষারের ন্যায় শুভ্র
- কাজলকালো (বিশেষ্য+ বিশেষণ) = কাজলের মতো কালো
- বিড়ালের ন্যায় তপস্বী = বিড়ালতপস্বী
- কুসুমের মতো কোমল = কুসুমকোমল
- বকের ন্যায় ধার্মিক = বকধার্মিক