উপমিত কর্মধারয় সমাস

সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয়, তাকেই উপমিত কর্মধারয় সমাস বলে। এতে দুটো পদই বিশেষ্য হয় এবং উপমেয় পদটি পূর্বে বসে। যেমন:

  • পুরুষসিংহ (বিশেষ্য+বিশেষ্য) = পুরুষ সিংহের ন্যায় 
  • মুখচন্দ্র/চন্দ্রমুখ (বিশেষ্য+বিশেষ্য) = মুখ চন্দ্রের ন্যায় 
  • কুমারী ফুলের ন্যায় = ফুলকুমারী 
  • আঁখি পদ্মের ন্যায় = পদ্মআঁখি 
  • কর পল্লবের ন্যায় = করপল্লব 
  • সোনার মত মুখ = সোনামুখ 
  • বাহু লতার ন্যায় = বাহুলতা
Reference: অগ্রদূত বাংলা