উপমিত ও উপমানের অভেদ কল্পনামূলক সমাসকে বলে রূপক কর্মধারয় সমাস। এ সমাসে উপমেয় পদ পূর্বে বসে এবং উপমান পদ পরে বসে। সমস্যমান পদে 'রূপ' অথবা 'ই' যোগ করে ব্যাসবাক্য গঠন করা হয়। যেমন-
- জীবনপ্রদীপ জীবন রূপ প্রদীপ।
- ক্রোধ রূপ অনল = ক্রোধানল
- বিষবৃক্ষ = বিষ রূপ বৃক্ষ
বিষাদ রূপ সিন্ধু বিষাদসিন্ধু
- মন রূপ মাঝি = মনমাঝি
হৃদয় রূপ মন্দির
- প্রাণ রূপ পাখি = প্রাণপাখি
হৃদয়মন্দির