কর্মধারয় সমাসের গুরুত্বপূর্ণ তথ্য

 

চাঁদমুখচাঁদ রূপ মুখরূপক কর্মধারয় (ড. মুহম্মদ শহীদুল্লাহ প্রণীত- বাঙ্গালা ব্যাকরণ)
 চাঁদের মতো মুখউপমিত কর্মধারয় (ড. এনামুল হক প্রণীত- ব্যাকরণ মঞ্জরী)
 উপমিত কর্মধারয় (ড. হায়াত মামুদ প্রণীত- ভাষা শিক্ষা)
চন্দ্রমুখচন্দ্র রূপ মুখরূপক কর্মধারয় সমাস
চন্দ্রের ন্যায় মুখউপমিত কর্মধারয় (ড. হায়াত মামুদ প্রণীত- ভাষা শিক্ষা)
চন্দ্রের ন্যায় মুখ যাহারবহুব্রীহি সমাস (ড. মুহম্মদ শহীদুল্লাহ প্রণীত- বাঙ্গালা ব্যাকরণ)
মুখচন্দ্রমুখ চন্দ্রের ন্যায়উপমিত কর্মধারয় (ড. হায়াত মামুদ প্রণীত- ভাষা শিক্ষা)
মুখ চন্দ্র তুল্যউপমিত কর্মধারয় (ড. এনামুল হক প্রণীত- ব্যাকরণ মঞ্জরী)
Reference: অগ্রদূত বাংলা