পূর্বপদে দ্বিতীয়া বিভক্তি (কে, রে, ব্যাপিয়া) লোপ পেয়ে যে সমাস হয়, তাই দ্বিতীয়া তৎপুরুষ সমাস। যেমন:
- বইকে পড়া = বইপড়া।
- হলুদকে বাটা = হলুদবাটা
- বিপদকে আপন্ন = বিপদাপন্ন
- বিস্ময়কে আপন্ন = বিস্ময়াপন্ন
- দেবকে দত্ত = দেবদত্ত
- আমকে কুড়ানো = আম-কুড়ানো
যখন কালবাচক শব্দের সাথে "ব্যাপ্তি" অর্থে দ্বিতীয়া তৎপুরুষ সমাস হয়। যেমন:
- চিরকাল ব্যাপিয়া সুখী = চিরসুখী
- চিরকাল ব্যাপিয়া স্থায়ী = চিরস্থায়ী
- চিরকাল ধরে সুখ = চিরসুখ
- ক্ষণকাল ধরে স্থায়ী = ক্ষণস্থায়ী
পূর্বপদটি যদি বিশেষণের বিশেষণ বা ক্রিয়া-বিশেষণ হয়, এবং তার পরে কৃদন্ত পদ থাকে, তাহলে দ্বিতীয়া তৎপুরুষ সমাস হয়। যেমন:
- অর্ধরূপে সিদ্ধ = অর্ধসিদ্ধ
- আধভাবে মরা = আধমরা