পূর্বপদে সপ্তমী বিভক্তি (এ, য়, তে) লোপ পেয়ে যে সমাস হয় তাই সপ্তমী তৎপুরুষ সমাস। সপ্তমী তৎপুরুষ সমাসে কোনো কোনো সময় ব্যাসবাক্যের পরপদ সমস্তপদের পূর্বে বসে। যেমন-
- জলে মগ্ন = জলমগ্ন
- দিবায় নিদ্রা = দিবানিদ্রা
- গাছে পাকা = গাছপাকা
- পূর্বে অশ্রুত = অশ্রুতপূর্ব
- পূর্বে ভূত = ভূতপূর্ব
- দানে বীর = দানবীর
- পূর্বে অদৃষ্ট = অদৃষ্টপূর্ব
- গলাতে ধাক্কা = গলাধাক্কা
- মাথায় ব্যথা = মাথাব্যথা