নঞ তৎপুরুষ সমাস

না বাচক নঞ্ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে সমাস হয় তাই নঞ্ তৎপুরুষ সমাস। যেমন- 

  • নয় কাঁড়া = আকাঁড়া।

খাঁটি বাংলায় অ, আ, না কিংবা অন হয়। যেমন- 

  • ন কাল= অকাল বা আকাল।

না-বাচক অর্থ ছাড়াও বিশেষ বিশেষ অর্থে নঞ্ তৎপুরুষ সমাস হতে পারে। যেমন- 

  • অভাব: ন বিশ্বাস = অবিশ্বাস (বিশ্বাসের অভাব)।
Reference: অগ্রদূত বাংলা