না বাচক নঞ্ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে সমাস হয় তাই নঞ্ তৎপুরুষ সমাস। যেমন-
খাঁটি বাংলায় অ, আ, না কিংবা অন হয়। যেমন-
না-বাচক অর্থ ছাড়াও বিশেষ বিশেষ অর্থে নঞ্ তৎপুরুষ সমাস হতে পারে। যেমন-