গুরুত্বপূর্ণ নঞ তৎপুরুষ সমাস

  • ন আচার = অনাচার 
  • ন কাতর = অকাতর
  • নয় ধর্ম = অধর্ম 
  • নয় উচিত = অনুচিত
  • ন বিশ্বাস = অবিশ্বাস 
  • ন (নয়) ক্ষত = অক্ষত
  • নয় বিশ্বাস্য = অবিশ্বাস্য 
  • ন অভিজ্ঞ = অনভিজ্ঞ
  • ন অতিদূর = নাতিদূর/অনতিদূর 
  • ন উর্বর = অনুর্বর
  • বে (নয়) আইনি = বেআইনি 
  • নয় পর্যান্ত = অপর্যাপ্ত
  • ন সময় = অসময় 
  • ন অতিশীতোষ্ণ = নাতিশীতোষ্ণ
  • ন সহযোগ = অসহযোগ 
  • ন কেজো = অকেজো
  • ন অশন = অনশন 
  • ন উন্নত = অনুন্নত
  • ন সুখ = অসুখ 
  • ন (মন্দ অর্থে) গাছ= আগাছা
  • নাই জানা = অজানা। 
  • ন (নয়) সরকারি = বেসরকারি
  • নয় ভাঙা = অভাঙা 
  • নাই খরচা = নিখরচা
  • নয় সৃষ্টি = অন্যসৃষ্টি 
  • নাই হুঁশ = বেহুঁশ
  • নয় রসিক = বেরসিক 
  • নয় মঞ্জুর = নামঞ্জুর
  • নয় উচিত = অনুচিত 
  • নাই খুঁত = নিখুঁত
  • নাই মিল = গরমিল
  • নয় এক = অনেক
Reference: অগ্রদূত বাংলা