পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য অথবা পূর্বপদ বিশেষ্য এবং পরপদ বিশেষণ হয়ে যে সমাস হয়, তাকেই সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলে। যেমন:
- নীল কণ্ঠ যার = নীলকণ্ঠ।
- কালো বরণ যার = কালোবরণ।
- পীত অম্বর যার = পীতাম্বর।
- নীল অম্বর যার = নীলাম্বর।
- উচ্চ শির যার = উচ্চশির।
- খোশ মেজাজ যার = খোশমেজাজ।
- পোড়া কপাল যার = পোড়াকপালে।
- লাল পাড় যে শাড়ির = লালপেড়ে।
- এক গোঁ যার = একগুঁয়ে।