যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদের দুটিই বিশেষ্যপদ হয়, তাকে বলে ব্যধিকরণ বহুব্রীহি সমাস। যেমন:
- বীণা পাণিতে যার = বীণাপাণি।
- শূল পানিতে যার = শূলপাণি।
- কথা সর্বস্ব যার = কথাসর্বস্ব।
- গোঁফে খেজুর পড়ে থাকলেও খায় না যে = গোঁফখেজুরে।
- গোঁফে খেজুর যার = গোঁফখেজুরে।