ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। একই রূপ দুটি বিশেষ্য পদ একসাথে বসে পরস্পর একই জাতীয় কাজ করলে যে সমাস হয়, তাই ব্যতিহার বহুব্রীহি সমাস। এ সমাসে পূর্বপদে 'আ' এবং উত্তরপদে 'ই' যুক্ত হয়। যেমন:
- কানে কানে যে কথা = কানাকানি,
- লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি।
- কোলে কোলে যে মিলন = কোলাকুলি
- গলায় গলায় যে মিলন = গলাগলি
- চুল টেনে টেনে যে যুদ্ধ = চুলাচুলি
- হেসে হেসে যে আলাপ = হাসাহাসি
- হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি