MakeMCQ
Blog
Teacher
MakeMCQ
Home
Teacher
অলুক বহুব্রীহি সমাস
যে বহুব্রীহি সমাসে পূর্বপদ ও পরপদের কোনো পরিবর্তন হয় না, তাকেই অলুক বহুব্রীহি বলে। যেমন:
গলার গামছা যার = গলায়গামছা।
মুখে ভাত (শিশুকে) দেয়া হয় যে অনুষ্ঠানে = মুখেভাত
গায়ে এসে পড়ে যে = গায়েপড়া
কানে খাটো যে = কানেখাটো
Reference: অগ্রদূত বাংলা