সামীপ্য (উপ) | - কন্ঠের সমীপে = উপকণ্ঠ
- কূলের সমীপে = উপকূল
|
বিস্সা (অনু, প্রতি) | - দিন দিন = প্রতিদিন
- ক্ষণে ক্ষণে = প্রতিক্ষণে
- ক্ষণ ক্ষণ = অনুক্ষণ
|
অভাব (নিঃ = নির) | - আমিষের অভাব = নিরামিষ
- ভাবনার অভাব = নির্ভাবনা
- জলের অভাব = নির্জল
- উৎসাহের অভাব = নিরুৎসাহ
|
পর্যন্ত (আ) | - সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত = আসমুদ্রহিমাচল
- পা (পদ) থেকে মাথা পর্যন্ত = আপাদমস্তক
- কন্ঠ পর্যন্ত = আকণ্ঠ
- মরণ পর্যন্ত = আমরণ
|
সাদৃশ্য (উপ) | - গ্রহের তুল্য = উপগ্রহ
- বনের সদৃশ = উপবন
- শহরের সদৃশ = উপশহর
- দ্বীপের সদৃশ = উপদ্বীপ
- ভাষার সদৃশ = উপভাষা
- জেলার সদৃশ = উপজেলা
- কথার সদৃশ = উপকথা
- পদের সদৃশ = উপপদ
|
অনতিক্রম্যতা (যথা) | - রীতিকে অতিক্রম না করে = যথারীতি
- সাধ্যকে অতিক্রম না করে = যথাসাধ্য
- বিধিকে অতিক্রম না করে = যথাবিধি
- যোগ্যকে অতিক্রম না করে = যথাযোগ্য
| |
|
|
|
অতিক্রান্ত | - বেলাকে অতিক্রান্ত = উদ্বেল,
- শৃঙ্খলাকে অতিক্রান্ত = উচ্ছৃঙ্খল
| |
বিরুদ্ধ | - বিরুদ্ধ বাদ = প্রতিবাদ,
- বিরুদ্ধ কূল = প্রতিকূল
| |
পশ্চাৎ | - পশ্চাৎ গমন = অনুগমন,
- পশ্চাৎ ধাবন = অনুধাবন
| |
ঈষৎ | - ঈষৎ নত = আনত,
- ঈষৎ রক্তিম = আরক্তিম
| |
দূরবর্তী অর্থে | অক্ষির অগোচরে = পরোক্ষ, প্রপিতামহ | |
পূর্ণ বা সমগ্র অর্থে | পরিপূর্ণ, সম্পূর্ণ | |
প্রতিদ্বন্দ্বী অর্থে | প্রতিপক্ষ | |
ক্ষুদ্র অর্থে | উপগ্রহ, উপনদী, উপসাগর | |
প্রতিনিধি অর্থে | প্রতিচ্ছায়া, প্রতিচ্ছবি, প্রতিবিম্ব | |