প্রাদি সমাস

পূর্বপদে উপসর্গ বসে যে সমাস হয়, তাকে প্রাদি সমাস বলে। প্র, প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সাথে যদি কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয়, তবে তাকে বলে প্রাদি সমাস। যেমন: 

  • প্র (প্রকৃষ্ট) যে বচন = প্রবচন।  
  • প্র (প্রকৃষ্ট রূপে) ভাত (আলোকিত) = প্রভাত
  • পরি (চতুর্দিকে) যে ভ্রমণ = পরিভ্রমণ
Reference: অগ্রদূত বাংলা