সুপসুপা সমাস

বিভক্তিযুক্ত এক পদের সঙ্গে অন্য এক বিভক্তিযুক্ত পদের যে সমাস হয়, তাকে সুপসুপা সমাস বলে। যেমন- 

  • পূর্বে ভূত = ভূতপূর্ব, 
  • রাত্রির মধ্য = মধ্যরাত।
Reference: অগ্রদূত বাংলা