যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকেই বলে নিত্য সমাস। তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশদ করতে হয়। যেমন-
- কেবল দর্শন = দর্শনমাত্র।
- অন্য গ্রাম = গ্রামান্তর
- অন্য ধর্ম = ধর্মান্তর
- অন্য দেশ = দেশান্তর
- অন্য গৃহ = গৃহান্তর
-
দুই এবং নব্বই = বিরানব্বই
- দুগ্ধ ফেনার তুল্য = দুগ্ধফেননিভ
-
অন্য যুগ = যুগান্তর
- অন্য লোক = লোকান্তর
-
কেবল জল = জলমাত্র
- অন্য উপায় = উপায়ান্তর
-
অন্য স্থান = স্থানান্তর