বাংলা উপসর্গের প্রয়োগ

 

উপসর্গঅর্থদ্যোতকতাউদাহরণ
নিন্দিতঅকেজো, অচেনা, অপয়া
অভাবঅচিন, অজানা, অথৈ
ক্রমাগতঅঝোর, অঝোরে
অনুচিতঅকাজ
অল্পঅবোধ
অঘাবোকাঅঘারাম, অমাচণ্ডী
অজনিতান্ত (মন্দ/প্রত্যন্ত)অজমূর্খ, অজপাড়াগাঁ, অজপুকুর
অনাঅভাবঅনাবৃষ্টি, অনাদর
ছাড়া/বাজেঅনাচার, অনাসৃষ্টি
অশুভঅনামুখো
অভাবআকাঁড়া, আধোয়া, আলুনি
বাজে/নিকৃষ্টআগাছা, আকাঠা
আড়বক্রআড়চোখে, আড়নয়নে
আধা/প্রায়আড়মোড়া, আড়পাগলা, আড়ক্ষ্যাপা
বিশিষ্টআড়কোলা, আড়গড়া, আড়কাঠি
নাআনকোরা
আনবিক্ষিপ্তআনমনা, আনচান
আবঅস্পষ্টতাআবছায়া, আবডাল
ইতিএ বা এরইতিপূর্বে, ইতিকর্তব্য
পুরনোইতিহাস, ইতিকথা
ঊনকমঊনপাঁজুরে, ঊনিশ
কদনিন্দিতকদর্য, কদাকার, কদবেল
গৌণকদবেল
কুখারাপ কুকথা, কুঅভ্যাস, কুনজর, কুসঙ্গ, কুকাজ, কুপথ
নিনাই/নেতিনিখুঁত, নিখোঁজ, নিলাজ, নিরেট, নিভাঁজ
পাতিক্ষুদ্রপাতিহাঁস, পাতিশিয়াল, পাতিলেবু
বিভিন্নতা/নিন্দনীয় বিপথ, বিভূঁই
ভরপূর্ণতা ভরপেট, ভরপুর, ভরসা, ভরদুপুর, ভরসন্ধ্যা, ভরজোয়ার
রামবড়/উৎকৃষ্ট রামছাগল, রামদা, রামবোকা, রামশিঙ্গা
সঙ্গে/সম্পূর্ণ সরাজ, সরব, সঠিক, সজোর, সপাট
সাউৎকৃষ্ট সাজোয়ান, সাজিরা
সুউত্তম সুনাম, সুনজর, সুখবর, সুদিন, সুকাজ
হাঅভাব হাভাতে, হাঘরে, হাপিত্যেশ
Reference: অগ্রদূত বাংলা