তৎসম উপসর্গের প্রয়োগ

উপসর্গব্যবহৃত অর্থউদাহরণ
প্রপ্রকৃষ্ট/সম্যকপ্রভাব, প্রচলন, প্রস্ফুটিত
খ্যাতিপ্রসিদ্ধ, প্রতাপ, প্রভাব
আধিক্যপ্রগাঢ়, প্রচার, প্রবল, প্রসার
গতিপ্রবেশ, প্রস্থান
ধারা-পরস্পরাপ্রপৌত্র, প্রশাখা, প্রশিষ্য
প্রকৃষ্টপ্রগতি
প্রচণ্ডপ্রকোপ
পরাআতিশয্যপরাক্রান্ত, পরাকাষ্ঠা, পরায়ণ
বিপরীতপরাজয়, পরাভব
অতিশয়পরাবাস্তব
অপবিপরীতঅপমান, অপকার, অপচয়, অপবাদ
নিকৃষ্টঅপকর্ম, অপসৃষ্টি, অপযশ
স্থানান্তরঅপসারণ, অপহরণ, অপনোদন
বিকৃতঅপমৃত্যু, অপসংস্কৃতি
মন্দঅপকর্ম
সমসম্যক রূপেসমাদর, সমৃদ্ধ, সম্পূর্ণ
সম্মুখেসমাগত, সম্মুখ
একত্রসংযোজন
নিনিষেধনিবৃতি
নিশ্চয়নিবারণ, নির্ণয়
আতিশয্যনিদাঘ, নিদারুণ
অভাবনিষ্কলুষ, নিষ্কাম, নিখাদ
নেই এমননিদারুণ, নিখাদ
অবহীনতাঅবজ্ঞা, অবমাননা
নিম্নে/অধোমুখিতাঅবরোধ, অবগত, অবগাহন
অল্পতাঅবতরণ, অবরোহণ
বিশেষঅবশেষ, অবসান, অবদান, অবগুণ্ঠন
অনুপশ্চাৎঅনুশোচনা, অনুগামী, অনুজ, অনুচর, অনুতাপ, অনুকরণ
সাদৃশ্যঅনুবাদ, অনুরূপ, অনুকার
পৌনঃপুনিকঅনুক্ষণ, অনুদিন, অনুশীলন
সঙ্গেঅনুকূল, অনুকম্পা
পিছনেঅনুগমন
তুল্যঅনুরূপ
নির/নিসঅভাবনিরক্ষর, নির্জীব, নিরাশ্রয়, নির্ধন, নিরহঙ্কার
নিশ্চয়নির্ধারণ, নির্ণয়, নির্ভর
বাহির/বহির্মুখিতানির্গত, নির্বাসন, নিঃসরণ
পুরোপুরিনিঃশেষ
নেই এমননির্ধন, নিস্তরঙ্গ
বাইরেনির্গমন
দুঃ(দুর/দুস)মন্দদুর্ভাগ্য, দুর্দশা, দুর্নাম, দুর্দিন, দুর্লভ, দুর্গম, দুরতিক্রম্য
কষ্টসাধ্যদুঃশাসন
মন্দদুর্মূল্য
অধিকদুষ্প্রাপ্য
অল্প 
বিঅভাববিনিদ্র, বিবর্ণ, বিশৃঙ্খল, বিফল
বিশেষবিধৃত, বিশুদ্ধ, বিজ্ঞান, বিবস্ত্র, বিশুষ্ক
গতিবিচরণ, বিক্ষেপ
অপ্রকৃতস্থবিকার, বিপর্যয়
ভিন্নবিড়ম্বনা
সুউত্তমসুকণ্ঠ, সুকৃতি, সুচরিত্র, সুপ্রিয়, সুনীল
সহজসুগম, সুলভ, সুসাধ্য
আতিশয্যসুচতুর, সুকঠিন, সুধীর, সুনিপুণ, সুতীক্ষ্ণ
ভালোসুদিন
চমৎকারসুকৌশল
উৎউর্ধ্বমুখিতাউন্নতি, উদ্যম, উৎক্ষিপ্ত, উদগ্রীব, উত্তোলন
আতিশয্যউচ্ছেদ, উত্তপ্ত, উৎফুল্ল, উৎসুক, উৎপীড়ন
প্রস্তুতিউৎপাদন, উচ্চারণ
অপকর্ষউৎকোচ, উৎকট, উচ্ছৃঙ্খল
ঊর্ধ্বেউৎক্ষেপণ
পরিত্যক্তউদ্বাস্তু
অধিআধিপত্যঅধিকার, অধিপতি, অধিবাসী
উপরিঅধিরোহন, অধিষ্ঠান
ব্যাপ্তিঅধিকার, অধিবাস, অধিগত
কর্তৃত্বঅধিকার
মধ্যেঅধিবাসী
পরিবিশেষ রূপপরিপক্ক, পরিবর্তন, পরিপূর্ণ
শেষপরিশেষ
সম্যক রূপেপরিশ্রান্ত, পরীক্ষা, পরিমাণ
চতুর্দিকপরিভ্রমণ, পরিমণ্ডল
সম্পূর্ণপরিত্যাগ
বিরুদ্ধপরিপন্থী
প্রতিসদৃশপ্রতিমূর্তি, প্রতিধ্বনি
বিরোধপ্রতিবাদ, প্রতিদ্বন্দ্বী
পৌনঃপুন্যপ্রতিদিন, প্রতিমাস
অনুরূপ কাজপ্রতিঘাত, প্রতিদান, প্রত্যুপকার, প্রতিহিংসা
পাল্টাপ্রতিধ্বনি
তুল্য 
উপসামীপ্যউপকূল, উপকণ্ঠ
সদৃশউপদ্বীপ, উপবন
ক্ষুদ্রউপগ্রহ, উপসাগর, উপনেতা
বিশেষউপনয়ন (পৈতা), উপভোগ
নিকটউপকূল
সম্যকউপভোগ
অপিঅতিরিক্তঅপিচ, অপিনিহিতি
অভিসম্যকঅভিব্যক্তি, অভিজ্ঞ, অভিভূত
গমনঅভিযান, অভিসার
স্মমুখ/দিকঅভিমুখ, অভিবাদন
উত্তমঅভিজাত
অতিআতিশয্যঅতিকায়, অত্যাচার, অতিশয়
অতিক্রমঅতিমানব, অতিপ্রাকৃত
বৃহৎঅতিকায় (অতি+কায়)
অতিরিক্তঅত্যাচার (অতি+আচার)
পর্যন্তআকন্ঠ, আমরণ, আসমুদ্র
ঈষৎআরক্ত, আভাস
বিপরীতআদান, আগমন
সদৃশআখাম্বা
  • চারটি উপসর্গ (আ, সু, বি, নি), যা বাংলা ও তৎসম উভয় উপসর্গে পাওয়া যায়। বাংলা উপসর্গগুলো সাধারণত বাংলা শব্দের পূর্বেই বসে এবং তৎসম (সংস্কৃত) উপসর্গগুলো তৎসম শব্দের পূর্বে বসে। যেমন: আকাশ, সুনজর, বিনামা, নিলাজ বাংলা শব্দ। অতএব আ, সু, বি, নি-ও বাংলা। আর আকণ্ঠ, সুতীক্ষ্ণ, বিপক্ষ ও নিদাঘ তৎসম শব্দ। কাজেই এসব শব্দের উপসর্গ আ, সু, বি, নি-ও তৎসম উপসর্গ।

 

Reference: অগ্রদূত বাংলা