নাম প্রকৃতি বা প্রাতিপদিক

নাম প্রকৃতি বা প্রাতিপদিক: নামপদের মূল অংশকে বলে নাম প্রকৃতি। যেমন: মা, গাছ, শির, লতা, মুখ, পা, বই ইত্যাদি।

প্রাতিপদিক: বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে।যেমন: 

  • মিঠা+আই = মিঠাই, 
  • মধু + র = মধুর

এখানে 'মিঠা' ও 'মধু' প্রাতিপদিক।               । 

Reference: অগ্রদূত বাংলা