শব্দ | সমার্থক শব্দ |
আকাশ | গগন, নভ, অন্তরীক্ষ, অম্বর, শূন্য, ব্যোম, নীলিমা, দ্যুলোক, নভোমণ্ডল, আকাশমণ্ডল |
আগুন | অগ্নি, অনল, পাবক, বহ্নি, দহন, হুতাশন, কৃশানু, বৈশ্বানর, শিখা, সর্বভূক |
আলো | জ্যোতি, কিরণ, রশ্মি, প্রভা, দীপ্তি, আলোক, উজ্জ্বলতা, আভা, বিভা, শিখা |
আনন্দ | সুখ, হর্ষ, উল্লাস, আমোদ, প্রমোদ, আহ্লাদ, খুশি, ফুর্তি, স্ফূর্তি, পুলক |
ইচ্ছা | আকাঙ্ক্ষা, বাসনা, কামনা, অভিলাষ, আগ্রহ, স্পৃহা, লালসা, অভিপ্রায়, মনোরথ, সাধ |
ঈশ্বর | ভগবান, আল্লাহ, খোদা, প্রভু, সৃষ্টিকর্তা, বিধাতা, পরমাত্মা, জগদীশ্বর, বিশ্বপতি, অন্তর্যামী |
উন্নতি | অগ্রগতি, সমৃদ্ধি, প্রগতি, অভ্যুদয়, বিকাশ, উৎকর্ষ, শ্রীবৃদ্ধি, বৃদ্ধি, প্রসার, মহিমা |
উপকার | সাহায্য, সহায়তা, হিত, মঙ্গল, কল্যাণ, উপকারিতা, অনুগ্রহ, আনুকূল্য, পরোপকার, হিতৈষিতা |
কঠিন | কঠোর, নির্মম, নিষ্ঠুর, নির্দয়, কঠিন, বজ্র, প্রস্তর, দৃঢ়, শক্ত, জমাট |
কন্যা | মেয়ে, দুহিতা, তনয়া, নন্দিনী, সুতা, আত্মজা, ঝি, বেটি, কুমারী, কন্যা |
কাজ | কর্ম, কার্য, বৃত্তি, পেশা, উদ্যোগ, প্রচেষ্টা, শ্রম, মেহনত, খাটুনি, পরিশ্রম |
ক্রোধ | রাগ, রোষ, কোপ, উষ্মা, ক্ষোভ, অভিমান, অসন্তোষ, বিরক্তি, জ্বালুনি, তেঁতো |
ক্ষমা | মার্জনা, অব্যাহতি, নিষ্কৃতি, মুক্তি, রেহাই, মুক্তি, দয়া, করুণা, অনুগ্রহ, কৃপা, প্রসাদ |
ঘর | গৃহ, আলয়, আবাস, নিকেতন, নিবাস, ভবন, বাটী, সদন, ধাম, স্থান |
চন্দ্র | চাঁদ, শশী, ইন্দু, বিধু, সোম, হিমকর, নিশাপতি, সুধাকর, শশাঙ্ক, মৃগাঙ্ক |
জল | পানি, নীর, সলিল, বারি, উদক, পয়, তোয়, জীবন, রস, অমৃত |
দিন | দিবস, দিবা, অহ, অহ্ন, বার, রোজ, দিনমান, কর্মদিন, প্রাত্যহিক, দৈনন্দিন |
দুঃখ | কষ্ট, যন্ত্রণা, বেদনা, শোক, তাপ, ক্লেশ, বিষাদ, নৈরাশ্য, হতাশা, মনস্তাপ |
ধন | অর্থ, বিত্ত, সম্পদ, সম্পত্তি, ঐশ্বর্য, বিভব, রত্ন, মণি, কাঞ্চন, স্বর্ণ |
ধর্ম | নীতি, ন্যায়, সত্য, কর্তব্য, পুণ্য, সদাচার, ধার্মিকতা, আধ্যাত্মিকতা, ঈমান, বিশ্বাস |
নদী | তটিনী, স্রোতস্বতী, প্রবাহিনী, নির্ঝরিণী, কল্লোলিনী, স্রোতোবহা, গাঙ, নদীয়া, খাদ, উপনদী |
নারী | মহিলা, রমণী, স্ত্রী, মানবী, কামিনী, ললনা, অঙ্গনা, বামা, আওরত, মেয়েমানুষ |
নর | পুরুষ, লোক, জন, মনুষ্য, মানব, মর্দ, আদম, নরজাতি, পুরুষ মানুষ, মানুষ |
পাখি | পক্ষী, বিহঙ্গ, খেচর, বিহগ, পতত্রী, অণ্ডজ, শকুন্ত, দ্বিজ, চড়ুই, টিয়া |
পিতা | জনক, জন্মদাতা, বাবা, আব্বা, পিতৃ, তাই, তাত, বাপু, আব্বু, পাপা |
পৃথিবী | ধরা, ধরণী, বসুন্ধরা, ধরিত্রী, মেদিনী, বিশ্ব, জগৎ, ভূ, ভূমণ্ডল, ধরাতল |
পুত্র | ছেলে, তনয়, নন্দন, সুত, আত্মজ, কুমার, পো, বংশধর, উত্তরসূরি, দুলাল |
বন্ধু | মিত্র, সখা, সহচর, সুহৃদ, দোস্ত, বান্ধব, সাথি, সঙ্গী, অনুগামী, শুভাকাঙ্ক্ষী |
বন | জঙ্গল, অরণ্য, কানন, বিপিন, অটবী, গহন, কান্তার, বনানী, উপবন, বাগান |
মানুষ | মানব, মনুষ্য, লোক, জন, নৃ, নর, মর্দ, আদম, ইনসান, বনি আদম |
মা | জননী, মাতা, গর্ভধারিণী, প্রসূতি, ধাত্রী, আম্মা, মাও, মম, মাতৃ, জনয়িত্রী |
রাজা | নৃপতি, নরপতি, ভূপতি, ভূপাল, মহীপাল, নরেন্দ্র, নরেশ, নৃপ, অধিপতি, সম্রাট |
রাত | রাত্রি, নিশা, রজনী, যামিনী, তমসা, আঁধার, অন্ধকার, নিশীথ, অর্ধরাত্রি, গভীর রাত |
শত্রু | অরি, রিপু, বৈরী, প্রতিপক্ষ, দুশমন, অমিত্র, অহিতকারী, অনিষ্টকারী, ঘাট, বৈরিতা |
শত্রুতা | বৈরিতা, বিরোধ, দ্বন্দ্ব, কলহ, বিবাদ, সংঘাত, অমিল, অনৈক্য, বিচ্ছিন্নতা, শত্রুভাব |
সকাল | প্রভাত, ঊষা, প্রত্যুষ, ভোর, অরুণোদয়, সূর্যোদয়, দিব |