MakeMCQ
Blog
Teacher
MakeMCQ
Home
Teacher
বাক্য সংকোচন / সংক্ষেপণ
অবজ্ঞায় নাক উঁচু করেন যিনি: উন্নাসিক
আদি নাই যাহার: অনাদি
আবক্ষ জলে নেমে স্নান: অবগাহন
আচরণে যার নিষ্ঠা আছে: নিষ্ঠাবান
আয়ুর পক্ষে হিতকর: আনুষ্য
আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার: আস্তিক
আকাশ ও পৃথিবী: ক্রন্দসী
স্বর্গ ও মর্ত্য: রোদসী
আকাশ ও পৃথিবীর অন্তরালোক: ক্রন্দসী
আচারে নিষ্ঠা আছে যার: আচারনিষ্ঠ
আশ্বিনমাসের পূর্ণিমা তিথি: কোজাগর
আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার: নাস্তিক
ইহলোক সম্পর্কিত: ইহলৌকিক
ইন্দ্রের অশ্ব: উচ্চৈঃশ্রবা
আকাশে (খ-তে) ওড়ে যে বাজি: খ-ধূপ
ঈষৎ কম্পিত: আধত
ঈষৎ আমিষ গন্ধ যার: আঁঘটে
ইন্দ্রজাল / যাদু জানেন যিনি: ঐন্দ্রজালিক
ঈষৎ উষ্ণ: কবোষ্ণ
উচ্চস্থানে অবস্থিত ক্ষুদ্র কুটির: টঙ্গি
উপস্থিত বুদ্ধি আছে যার: প্রত্যুৎপন্নমতি
উপদেশ ছাড়া লব্ধ প্রথম জ্ঞান: উপজ্ঞা
এখনও যার বালকত্ব যায়নি: নাবালক
উদয় হইতেছে এমন: উড্ডীন / উড্ডীয়মান
এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট: একাগ্রচিত্ত
ঐতিহাসিক কালেরও আগের: প্রাগৈতিহাসিক
এক বস্তুতে অন্য বস্তুর কল্পনা: অধ্যাস
কর দান করে যে: করদ
কামনা দূর হয়েছে যার: বীতকাম
কোথাও উঁচু কোথাও নিচু: বন্ধুর
ক্লান্তি নাই যার: অক্লান্ত
কর্মে যাহার ক্লান্তি নাই: অক্লান্তকর্মী
কাচের তৈরি বাড়ি: শিশমহল
খেয়া পার করে যে: পাটনী
গলায় কাপড় দিয়া: গলবস্ত্র
কাজে যার অভিজ্ঞতা আছে: করিতকর্মা
গাছে উঠতে পটু যে: গেছো
গ্রীবা সুন্দর যার: সুগ্রীব
গুরুর বাসগৃহ: গুরুকুল
গদ্যপদ্যময় কাব্য: চম্পু
গরুর খুরে চিহ্নিত স্থান: গোষ্পদ
ঘুমে আচ্ছন্ন যে: ঘুমন্ত / সুপ্ত
চিন্তার অতীত: চিন্তাতীত
চৈত্র মাসের ফসল: চৈতালি
ঘরের অভাব: হা-ঘর
ছল/ ছলনা করিয়া কান্না: মায়াকান্না
ঠিকমতো নাম-ধাম আছে যাহাতে: ঠিকানা
ভুল ভুল করছে যা: জাজ্বল্যমান
ঠেঙিয়ে ডাকাতি করে যারা: ঠ্যাঙারে
ঢাকায় উৎপন্ন: ঢাকাই
তল স্পর্শ করা যায় না যার: অতলস্পর্শী
তৃণাচ্ছাদিত ভূমি: শাম্বল
দর্শন করা হয়েছে এমন: প্রেক্ষিত
তিন মোহনার মিলন যেখানে: ত্রিমোহনা
দেহ সম্বন্ধীয়: দৈহিক
দ্বারে থাকে যে: দৌবারিক
দিনে একবার আহার করে যে: একাহারী
দমন করা যায় না থাকে: অদম্য
দমন করা কষ্টকর যাকে: দুর্দমনীয়
দুয়ের মধ্যে একটি: অন্যতর
ধুর (তীক্ষ্ণ বুদ্ধি) ধারণ করে যে: ধুরন্ধর
নদী মাতা যার: নদীমাতৃক
ধর্মীয় কাজ করার জন্য তীর্থভ্রমণ: প্রব্রজ্যা
নিজেকে বড় ভাবে যে: হামবড়া
নদী মেখলা যে দেশের: নদীমেখলা
ধর্মীয় পুরুষ বা সন্ন্যাসীর পর্যটন: পরিব্রাজন
নদী ভাঙনে সর্বস্বান্ত জনগণ: নদী সিকস্তি
নিশাকালে চরে বেড়ায় যে: নিশাচর
নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে: নাবিক
ন্যায় শান্ত জানেন যিনি: নৈয়ায়িক
পা থেকে মাথা পর্যন্ত: আপাদমস্তক
পাঠ করিতে হইবে এমন: পঠিতব্য
পরকাল সম্পর্কিত: পারলৌকিক
পা ধুইবার জল: পাদ্য
প্রকাশিত হইবে এমন: প্রকাশিতব্য
পিতার ভ্রাতা: পিতৃব্য
পথ চলার খরচ: পাথেয়
পূর্ব ও পরের অবস্থা: পৌর্বাপর্য
পঙক্তিতে বসার অনুপযুক্ত: অপাঙক্তেয়
পরস্পর আঘাত: সংঘর্ষ
পুণ্যকর্ম সম্পাদনের জন্য শুভ দিন: পুণ্যাহ
পৌষ মাসে উৎপন্ন ফসল: পৌষালি
ফুল হইতে তৈরি: ফুলেল
বাতাসে (ক-তে) চরে যে: কপোত
বুঝিতে পারা যায় এমন: বোধগম্য
বিদেশে থাকে যে: প্রবাসী
বেতন নেয়া হয় না যাতে: অবৈতনিক
বেলাকে অতিক্রান্ত: উদ্বেল
বৃষ্টির জল: শীকর
বহুর মধ্যে একটি: অন্যতম
ভুলহীন ঋধি বাক্য: আন্তবাক্য
মৃত্তিকা দ্বারা নির্মিত বা তৈরি: মৃন্ময়
মর্মকে পীড়া দেয় যা: মর্মান্তিক / মর্মন্ত্রদ
মর্মভেদ করিয়া যায় যাহা: মর্মভেদী
মধু পান করে যে: মধুকর
মর্মকে স্পর্শ করে এমন: মর্মস্পর্শী
মোটাও নয়, রোগাও নয়: দোহারা
মাসের শেষ দিন: সংক্রান্তি
মাটিতে গড়াগড়ি দিচ্ছে এমন: উপাবৃত্ত
মাটির মত রং যার: মেটে
মায়া (ছল) জানে না যে: অমায়িক
মাছিও প্রবেশ করে না যেখানে: নির্মক্ষিক
যা স্থলে চরে: স্থলচর
যা জলে চরে: জলচর
যা জলে ও স্থলে চরে: উভচর
যা কাঁপছে: কম্পমান
যা গতিশীল: জঙ্গম
যা বার বার দুলছে: দোদুল্যমান
যা গতিশীল নয়: স্থাবর
যা বপন কর হয়েছে: উপ্ত
যা চিন্তা করা যায় না: অচিন্তনীয় / অচিন্ত্য
যা লাভ করা দুঃসাধ্য: সাধ্যাতীত
যা অবশ্যই ঘটবে: অবশ্যম্ভাবী
যা আঘাত পায়নি: অনাহত
যা ধারণ বা পোষণ করে: ধর্ম
যা আহত (ঢাকা) হয়নি: অনাহুত
যা খুব শীতল বা উষ্ণ নয়: নাতিশীতোষ্ণ
যা অধ্যয়ন করা হয়েছে: অধীত
যা হতে পারে না: অসম্ভব
যা বিনা যত্নে লাভ করা গিয়েছে: অযত্নলব্ধ
যা বহুকাল হতে চলে আসছে: চিরন্তন
যা হেমন্তকালে জন্মে: হৈমন্ত্রিক
যা সহজেই ভেঙ্গে যায়: ভঙ্গুর/ ঠুনকো
যা বিশ্বাস করা যায় না: অবিশ্বাস্য
যা বালকের মধ্যেই সুলভ: বালসুলভ
যা মুষ্টি দ্বারা পরিমাণ করা যায়: মুষ্টিমেয়
যা অতি দীর্ঘ নয়: নাতিদীর্ঘ
যা প্রমাণ করা যায় না: অপ্রমেয়
যা অপনয়ন (দূর) করা যায় না: অনপনেয়
যা উচ্চারণ করা যায় না: অনুষ্কার্য
যা উচ্চারণ করা কঠিন: দুরুষ্কার্য
যা অস্ত যাচ্ছে: অন্তায়মান
যা বহন করা হচ্ছে: নীয়মান
যা অনুভব করা হচ্ছে: অনুভূয়মান
যা আগুনে পোড়ে না: অগ্নিসহ
Reference: অগ্রদূত বাংলা