বিরাম বা যতি চিহ্ন

বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের সমাপ্তিতে কিংবা বাক্যে আবেগ (হর্ষ, বিষাদ), জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশ করার উদ্দেশ্যে বাক্য গঠনে যে ভাবে বিরতি দিতে হয় এবং লেখার সময় বাক্যের মধ্যে তা দেখাবার জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, তা-ই যতি বা বিরাম বা ছেদচিহ্ন। মুখের কথাকে লিখিত রূপ দেয়ার সময়ে কম-বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয়, সেগুলোকে যতিচিহ্ন বলে। বক্তব্যকে স্পষ্ট করতেও কিছু চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে। যতিচিহ্নকে বিরামচিহ্ন বা বিরতিচিহ্নও বলা হয়।  

প্র. বিরাম চিহ্ন কেনো ব্যবহৃত হয়?

  • বাক্যের অর্থ সহজভাবে বোঝাতে,
  • শ্বাস বিরতির জায়গা দেখাতে, 
  • বাক্যকে অলংকৃত করতে, 
  • বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য।

প্র. বিরাম বা যতি চিহ্ন এর প্রবর্তক কে?

উ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা সাহিত্যে দাঁড়ি, কমা, কোলন প্রভৃতি বিরাম চিহ্ন তিনি সর্বপ্রথম ব্যবহার করেন।

Reference: অগ্রদূত বাংলা