বিদেশাগত ধাতু

বিদেশাগত ধাতু: প্রধানত হিন্দি এবং কৃচিৎ আরবি-ফারসি ভাষা থেকে যেসব ধাতু বা ক্রিয়ামূল বাংলা ভাষায় গৃহীত হয়েছে, সেগুলোকে বিদেশাগত ধাতু বা ক্রিয়ামূল বলে। যেমন- ভিক্ষে মেগে খায়। এ বাক্যে ‘মার্গ’ ধাতু হিন্দি ‘মাঙ’ থেকে আগত।

  • কিছু ক্রিয়ামূল রয়েছে যাদের ক্রিয়ামূলের মূল ভাষা নির্ণয় করা কঠিন। এ ধরনের ক্রিয়ামূলকে বলা হয় অজ্ঞাতমূল ধাতু। যেমন- ‘হের ঐ দুয়ারে দাঁড়িয়ে কে?’ এ বাক্যে ‘হের’ ধাতু 1 কোন ভাষা থেকে আগত তা জানা যায় না। তাই এটি অজ্ঞাতমূল ধাতু।
ধাতুযে অর্থে ব্যবহৃত হয়
√আঁটশক্ত করে বাঁধা
√চেঁচচিৎকার করা
√টুটছিন্ন হওয়া
√ঠেলঠেলা
√ডাকআহ্বান করা
Reference: অগ্রদূত বাংলা