কর্মবাচ্যের ধাতু

কর্মবাচ্যের ধাতু: মৌলিক ধাতুর সাথে 'আ' প্রত্যয় যোগে কর্মবাচ্যের ধাতু সাধিত হয়। এটি বাক্যমধ্যস্থ কর্মপদের অনুসারী ক্রিয়ার ধাতু। (এ ধাতুকে প্রযোজক ধাতুর অন্তর্ভুক্ত বলে ধরা হয়)। যেমন:

 দেখ+আ= দেখা (কর্মবাচ্যের ধাতু)।

  •  কাজটি ভালো দেখায় না। 

হার+আ= হারা। 

  • 'যা কিছু হারায় গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর।'
Reference: অগ্রদূত বাংলা