লগ্নক ও বলক

প্র. লগ্নক কী?

উ. শব্দ যখন বাক্যের মধ্যে থাকে, তখন তার নাম হয় পদ পদে পরিণত হওয়ার সময়ে শব্দের সাথে কিছু শব্দাংশ যুক্ত হয়, এগুলোর নাম লগ্নক। বাক্যের যেসব পদে লগ্নক থাকে, সেগুলোকে সলগ্নক পদ এবং যেসব পদে লগ্নক থাকে না, সেগুলোকে অলগ্নক পদ বলে। যেমন: ছেলেরা ক্রিকেট খেলে। এ বাক্যে 'ছেলেরা' ও 'খেলে' সলগ্নক পদ আর 'ক্রিকেট' অলগ্নক পদ। লগ্নক চার প্রকার। যথা:

  • বিভক্তি,
  • নির্দেশক,
  • বচন,
  • বলক।

প্র. বলক কী?

উ. যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয়, সেগুলোকে বলক বলে। 'তখনই' বা 'এখনও' পদের 'ই' বা 'ও' হলো বলকের উদাহরণ।

Reference: অগ্রদূত বাংলা