মিশ্র শব্দ

কোনো কোনো সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হয়ে থাকে। যেমন:

 

গঠিত শব্দ ভাষা 
হাট-বাজারবাংলা+ফারসি
হেড-মৌলভীইংরেজি+ফারসি
হেড-পণ্ডিতইংরেজি+তৎসম
খ্রিষ্টাব্দইংরেজি+তৎসম
খ্রিষ্টানইংরেজি+বাংলা
পকেট-মারইংরেজি+বাংলা
শ্রমিক-মালিকতৎসম+আরবি
আইনজীবীফারসি+তৎসম
ডাক্তার-খানাইংরেজি+ফারসি
কালি-কলমবাংলা+আরবি
রাজা-বাদশাতৎসম+ফারসি
চৌ-হদ্দি
  • তৎসম+আরবি
  • ফারসি+আরবি
উপসর্গ যোগে গঠিত শব্দ
বেটাইম ফারসি উপসর্গ+ইংরেজি 
বেহেড ফারসি উপসর্গ+ইংরেজি
নিটল বাংলা উপসর্গ+তৎসম
শাক-সবজিতৎসম+ফারসি
Reference: অগ্রদূত বাংলা