পদের প্রকারভেদ

প্রশ্ন: পদ কত প্রকার ও কী কী?

উত্তর: পদ প্রধানত দুই প্রকার। যথা: 

  • সব্যয় পদ, 
  • অব্যয় পদ।

সব্যয় পদ চার প্রকার। যথা: 

  • বিশেষ্য, 
  • বিশেষণ, 
  • সর্বনাম, 
  • ক্রিয়া।

[৯ম-১০ম শ্রেণির ব্যাকরণের নতুন সিলেবাসে পদকে ৮ ভাগে ভাগ করা হয়েছে। যথা: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক ও আবেগ। বাক্যে প্রয়োগের উপরে শব্দশ্রেণীর এই আট রকম বিভাজন চূড়ান্ত হয়ে থাকে।]

যেমন: যখন বলা হয়- লাল থেকে নীল ভালো। এখানে 'লাল' বিশেষ্য পদ। কিন্তু যখন বলা হয়- আমি একটি লাল ফুল তুলেছি। এখানে 'লাল' বিশেষণ পদ।

Reference: অগ্রদূত বাংলা