নাম বিশেষণ

যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে, তাকে নাম বিশেষণ বলে। যেমন:

  • বিশেষ্যের বিশেষণ: সুস্থ-সবল দেহকে কে না ভালবাসে?
  • সর্বনামের বিশেষণ: সে রূপবান ও গুণবান।

নাম বিশেষণকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যথা:

বিশেষণের প্রকারউদাহরণ
রূপবাচকনীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ
গুণবাচকচৌকস্ লোক, ঠাণ্ডা হাওয়া, দক্ষ কারিগর
অবস্থাবাচকতাজা মাছ, রোগা ছেলে, খোঁড়া পা
সংখ্যাবাচকহাজার লোক, শ'টাকা, দশ দশা
ক্রমবাচকদশম শ্রেণি, সত্তর পৃষ্ঠা, প্রথমা কন্যা
পরিমাণবাচকপাঁচ শতাংশ, এক কেজি চাল, পাঁচ শতাংশ ভূমি, হাজার টনী জাহাজ, দু কিলোমিটার রাস্তা
অংশবাচকঅর্ধেক সম্পত্তি, সিকি পথ, ষোল আনা দখল
উপাদানবাচকবেলে মাটি, মেটে কলসি, পাথুরে মূর্তি
প্রশ্নবাচককত দূর পথ? কেমন অবস্থা?
নির্দিষ্টতাজ্ঞাপকএই লোক, সেই ছেলে, ছাব্বিশে মার্চ
Reference: অগ্রদূত বাংলা