শ্রেণি | উদাহরণ |
ক্রিয়াজাত | হারানো সম্পত্তি, খাবার পানি, অনাগত দিন |
অব্যয়জাত | আচ্ছা মানুষ (মনে রাখবেন: "আচ্ছা" এখানে বিশেষণ হিসেবে কাজ করছে), উপরি পাওনা, হঠাৎ বড়লোক |
সর্বনামজাত | কবেকার কথা, কোথাকার কে, স্বীয় সম্পত্তি |
সমাসসিদ্ধ | বেকার, নিয়ম-বিরুদ্ধ, জ্ঞানহারা, চৌচালা ঘর |
বীন্দামূলক | হাসিহাসি মুখ, কাঁদকাঁদ চেহারা, ডুবুডুবু নৌকা |
অনুকার অব্যয়জাত | কনকনে শীত, শনশনে হাওয়া, ধিকিধিকি আগুন, টসটসে ফল |
কৃদন্ত | কৃতী সন্তান, জানাশোনা লোক, হৃত সম্পত্তি, অতীত কাল, পায়ে চলা পথ |
তদ্ধিতান্ত | জাতীয় সম্পদ, নৈতিক বল, মেঠো পথ |
উপসর্গযুক্ত | নিখুঁত কাজ, অপহৃত সম্পদ, নির্জলা মিথ্যে |
বিদেশি | নাস্তানাবুদ অবস্থা, লাওয়ারিশ মাল, লাখেরাজ সম্পত্তি, দরপত্তনি তালুক |