বাংলা ভাষায় অব্যয় শব্দ

বাংলা ভাষায় তিন প্রকার অব্যয় শব্দ রয়েছে। যথা:

  • "বাংলা অব্যয় শব্দ: আর, আবার, ও, হাঁ, না ইত্যাদি।"
  • "তৎসম অব্যয় শব্দ: যদি, যথা, সদা, সহসা, হঠাৎ, অর্থাৎ, দৈবাৎ, বরং, পুনশ্চ, আপাতত, বস্তুত ইত্যাদি। ['এবং' ও 'সুতরাং' তৎসম শব্দ হলেও বাংলায় এগুলোর অর্থ পরিবর্তিত হয়েছে। সংস্কৃতে 'এবং' শব্দের অর্থ এমন, আর 'সুতরাং' অর্থ অত্যন্ত, অবশ্য। কিন্তু এবং = ও (বাংলা), সুতরাং = অতএব (বাংলা)]"
  • "বিদেশি অব্যয় শব্দ: আলবত, বহুত, খুব, খাসা, মাইরি, খুব, শাবাশ, মারহাবা ইত্যাদি।"
Reference: অগ্রদূত বাংলা