অনন্বয়ী অব্যয়

যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে। যেমন-

  • স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপনে: হ্যাঁ, আমি যাব। না, আমি যাব না।
  • অনুমোদন বাচকতায়: আপনি যখন বলেছেন, বেশ তো আমি যাব।
  • সমর্থন সূচক জবাবে: আপনি যা জানেন তা তো ঠিকই বটে।
  • যন্ত্রণা প্রকাশে: উঃ। পায়ে বড্ড লেগেছে। নায়। এ কষ্ট অসহ্য।
Reference: অগ্রদূত বাংলা