ক্রিয়ার প্রকারভেদ

ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াপদ প্রধানত দুই ভাগে বিভক্ত। যথা:

  • সমাপিকা ক্রিয়া
  • অসমাপিকা ক্রিয়া

কর্মপদের উপর ভিত্তি করে ক্রিয়াপদ তিন ভাগে বিভক্ত। যথা:

  • সকর্মক ক্রিয়া
  • অকর্মক ক্রিয়া
  • দ্বিকর্মক ক্রিয়া

গঠন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ক্রিয়াপদ পাঁচ ভাগে বিভক্ত। যথা:

  • সরল ক্রিয়া
  • প্রযোজক ক্রিয়া
  • নামক্রিয়া
  • সংযোগ ক্রিয়া
  • যৌগিক ক্রিয়া
Reference: অগ্রদূত বাংলা