বিশেষ্য, বিশেষণ ও ধ্বন্যাত্মক শব্দের পরে করা, কাটা, হওয়া, দেওয়া, ধরা, পাওয়া, খাওয়া, মারা প্রভৃতি ক্রিয়া যুক্ত হয়ে সংযোগ ক্রিয়া গঠিত হয়। বিশেষ্য, বিশেষণ ও ধ্বন্যাত্মক অব্যয়ের সঙ্গে কর, হ, দে, পা, যা, কাট, গা, ছাড়, ধর, মার প্রভৃতি ধাতুযোগে গঠিত ক্রিয়াপদ বিশেষ বিশেষ অর্থে মিশ্র ক্রিয়া গঠন করে।। যেমন:
বিশেষ্যের পরে: আমরা তাজমহল দর্শন করলাম। এখন গোল্লায় যাও।
বিশেষণের পরে: তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম।
ধন্যাত্মক অব্যয়ের পরে: মাথা ঝিম ঝিম করছে। ঝম ঝম করে বৃষ্টি পড়ছে।
→ করা ক্রিয়া যোগে: গান করা, গরম করা, ঠনঠন করা, ব্যাট করা।
→ কাটা ক্রিয়া যোগে: সাঁতার কাটা, বিপদ কাটা।
→ হওয়া ক্রিয়া যোগে: উদয় হওয়া, বড়ো হওয়া, রাজি হওয়া।
→ দেওয়া ক্রিয়া যোগে: কথা দেওয়া, মন দেওয়া, দোষ দেওয়া।
→ ধরা ক্রিয়া যোগে: ভাঙন ধরা, মরচে ধরা, ক্যাচ ধরা।