যৌগিক ক্রিয়া

একটি সমাপিকা ও একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে, তবে তাকে যৌগিক ক্রিয়া বলে। অসমাপিকা ক্রিয়ার সাথে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যখন একটি ক্রিয়া গঠন করে, তখন তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন: মরে যাওয়া, কমে আসা, এগিলে চলা, হেসে ওঠা, উঠে পড়া, পেয়ে বসা, সরে দাঁড়ানো, বেঁধে দেওয়া, বুঝে নেওয়া, বলে ফেলা, করে তোলা, চেপে রাখা ইত্যাদি।

  • তাগিদ দেওয়া অর্থে: ঘটনাটা শুনে রাখ।
  • নিরন্তরতা অর্থে: তিনি বলতে লাগলেন।
  • কার্যসমাপ্তি অর্থে: ছেলেমেয়েরা শুয়ে পড়ল।
  • আকস্মিকতা অর্থে: সাইরেন বেজে উঠল।
  • অভ্যস্ততা অর্থে: শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়।
  • অনুমোদন অর্থে: এখন যেতে পার।
Reference: অগ্রদূত বাংলা