যে কাজ ভবিষ্যতে ঘটবে, তার কালকে ভবিষ্যৎ কাল বলে। যেমন: আমি ভাত খাবো।
ভবিষ্যৎ কাল আবার তিন ভাগে বিভক্ত। যথা:
ক. সাধারণ ভবিষ্যৎ কাল: যে ক্রিয়া পরে বা অনাগত কালে সংঘটিত হবে, তার কালকে সাধারণ ভবিষ্যৎ কাল বলে। যেমন: আমরা রংপুরে যাব। দু-এক দিনের মধ্যে সে আসবে। শীঘ্রই বৃষ্টি আসবে। আমরা মাঠে খেলতে যাব।
সাধারণ ভবিষ্যৎ কালের বিশিষ্ট প্রয়োগ:
খ. ঘটমান ভবিষ্যৎ কাল: যে কাজ ভবিষ্যৎ কালে চলতে থাকবে তার কালকে ঘটমান ভবিষ্যৎ কাল বলে। যেমন: আমাদের কাজ আমরা করতে থাকবো। এমন ঘটনা ঘটতেই থাকবে। আমরা ফুটবল খেলতে থাকব।
গ. পুরাঘটিত ভবিষ্যৎ কাল: যে ক্রিয়া সম্ভবত ঘটে গিয়েছে, সাধারণ ভবিষ্যৎ কালবোধক শব্দ ব্যবহার করে তা বোঝালে পুরাঘটিত ভবিষ্যৎ কাল হয়। যেমন: আমরা সেখানে গিয়ে থাকব।
অনুজ্ঞা ভবিষ্যৎ: যে ক্রিয়া দিয়ে ভবিষ্যৎ কালের আদেশ, অনুমতি, অনুরোধ, প্রার্থনা, আমন্ত্রণ, আশীর্বাদ, উপদেশ, উপেক্ষা ইত্যাদি প্রকাশ করা হয়, তাকে অনুজ্ঞা ভবিষ্যৎ কাল বলে। যেমন: তাড়াতাড়ি কাজটি কোরো। ভালোভাবে পৌছে যেয়ো।