যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে (সংস্কৃত নিয়মে) সম্প্রদান কারক বলে। বস্তু নয়, ব্যক্তিই সম্প্রদান কারক। যেমন- ভিখারীকে ভিক্ষা দাও।
ক্রিয়ার সাথে কাকে (দান) দিয়ে প্রশ্নের উত্তরে যাকে পাওয়া যায়, তাই সম্প্রদান কারক।
সম্প্রদান কারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার:
ক. চতুর্থী বা কে বিভক্তি: ভিক্ষুককে ভিক্ষা দাও। (স্বত্ব হ্যায় করে না দিলে কর্মকারক হবে। যেমন: ধোপাকে কাপড় দাও)
খ. যষ্ঠী বা র-বিভক্তি: তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি।
গ. সপ্তমীর এ- বিভক্তি: সৎপাত্রে কন্যা দান। সমিতিতে চাঁদা দাও। 'অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ।'
নিমিত্তার্থে 'কে' বিভক্তি যুক্ত হলে, সেখানে চতুর্থী বিভক্তি হয়। যেমন- 'বেলা যে পড়ে এল, জলকে চল।'