সাধারণ অনুসর্গ

যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয়, সেগুলোকে সাধারণ অনুসর্গ বলে। যেমন: উপরে মাথার উপরে নীল আকাশ।

  • কাছে:  আমার কাছে আর কে আসবে? (নিকট অর্থে); 'রাখাল শুধায় আসি ব্রাহ্মণের কাছে।' (কর্মকারকে 'কে' বোঝাতে); কার কাছে গেলে জানা যাবে?
  • জন্যে:  'এ ধন-সম্পদ তোমার জন্যে।' (নিমিত্ত অর্থে)
  • হারানো:  ঘড়িটার জন্য অনেক কেঁদেছি।
  • দ্বারা:  এমন কাজ তোমার দ্বারা হবে না।
  • বনাম:  আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা।।
Reference: অগ্রদূত বাংলা