MakeMCQ
Blog
Teacher
MakeMCQ
Home
Teacher
বাগধারা: অ
আআকখ: প্রাথমিক জ্ঞান
অতি দর্পে হত লঙ্কা: অহংকারের পতন
অকাল কুষ্মাণ্ড: অপদার্থ / অকেজো
অথৈ জলে পড়া: দিশেহারা হওয়া
অকাল বোধন: অসময়ে আবির্ভাব
অন্ধকারে ঢিল মারা: আন্দাজে কাজ করা
অকূল পাথার ভীষণ বিপদ
অগ্নিশর্মা: নিরতিশয় ক্রুদ্ধ / ক্ষিপ্ত
অগাধ (গভীর) জলের মাছ: সুচতুর ব্যক্তি
অর্ধচন্দ্র: গলাধাক্কা
অগত্যা মধুসূদন: অনন্যোপায় হয়ে
অনধিকার চর্চা: সীমার বাইরে পদক্ষেপ
অক্কা পাওয়া: মারা যাওয়া
অজগর বৃত্তি: আলসেমি
অদৃষ্টের পরিহাস: ভাগ্যের বিড়ম্বনা
অন্ধকার দেখা হতবুদ্ধি
অষ্টরম্ভা কাঁচকলা / ফাঁকি
অন্তর টিপুনি: গোপন ব্যথা / মর্মপীড়াদায়ক
অগ্নিপরীক্ষা: কঠিন পরীক্ষা
অমাবস্যার চাঁদ দুর্লভ বস্তু
অলক্ষ্মীর দশা: শ্রীহীনতা / দারিদ্র্য
অঞ্চল প্রভাব: স্ত্রীর প্রভাব
অক্ষরে অক্ষরে সম্পূর্ণভাবে
অহিনকুল সম্বন্ধ: ভীষণ শত্রুতা
অস্থির পঞ্চক: কিংকর্তব্যবিমূঢ়
অকালের বাদলা: অপ্রত্যাশিত বাধা
অরণ্যে রোদন: নিষ্ফল আবেদন / বৃথা চেষ্টা
অক্ষয় বট: প্রাচীন ব্যক্তি
অলছ-তলছ: উদ্দাম, বাধাহীন
অন্নজল ওঠা: আয়ু বা সময় শেষ হওয়া
অশ্বমেধ যজ্ঞ বিপুল আয়োজন
অকড়িয়া: ধনহীন
অষ্টমঙ্গলা: আনন্দের রেশ থাকাবস্থা
অষ্টকপাল: হতভাগ্য
অকালপক্ব: ইঁচড়ে পাকা
অন্ধিসন্ধি: ফাঁকফোকর/গোপন তথ্য
অকালকুসুম: অসম্ভব জিনিস
অপোগণ্ড: অকর্মণ্য / অপ্রাপ্ত বয়স্ক
অমৃতে অরুচি: পছন্দসই খাবারে অনিচ্ছা
অঙ্কুশ তাড়না: অন্তর্গত আঘাত
অসূর্যস্পশ্যা: গৃহে অন্তরীণ
অসার-সুসার: সুবিধা-অসুবিধা
অবরে-সবরে: কালে-ভদ্রে
অনন্তশয্যা: শেষ শয্যা
অন্নপ্রাশনের ভাত: উঠে আসা
অঙ্গ জল হওয়া: শীতল
অথৈ জল: ভীষণ বিপদ
অগতির গতি: নিরুপায়ের সহায়
অক্ষর পরিচয় সামান্য বিদ্যা
অকট বিকট: ছটফটানি
অম্বল চাখা: ক্রমাগত জায়গা বদল
অগ্নিবান: তীক্ষ্ম ও যন্ত্রণাদায়ক
অঙ্গের ভূষণ: স্বভাবের বৈশিষ্ট্য
অনুনয়-বিনয়: সনির্বন্ধ অনুরোধ
অকর্মার ধাড়ি: অত্যন্ত অলস
অগ্নিগর্ভ: বলিষ্ঠ / তেজঃপূর্ণ
অপাট করা: বিশৃঙ্খলা করা
অন্তব্যস্ত: অতি ব্যস্ত
অষ্টাবক্র : কুৎসিত
অভদ্রা লাগা পড়া
অন্ধের যষ্ঠি বা অন্ধের নড়ি: একমাত্র অবলম্বন
অসাজন্ত: বেমানান
অস্থির পাজক: কিংকর্তব্যবিমূঢ়
অগাকাণ্ড / অঘাচণ্ডি/ অঘারাম: নির্বোধ / বোকা
অগা মেরে যাওয়া: বোকা হয়ে যাওয়া/ অকর্মণ্য হয়ে যাওয়া
অগস্ত্য যাত্রা: শেষ বিদায় / চির দিনের জন্য প্রস্থান
অনুরোধে ঢেঁকি গেলা: অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা
অষ্টবজ্র সম্মিলন: প্রতিভাবান ব্যক্তিদের একত্র সমাবেশ
অক্ষয় অব্যয়: কোনো অবস্থাতেই পরিবর্তন হয় না
অক্ষয়ভাণ্ডার: যে ভাণ্ডারের ধন কখনো ফুরোয় না
অতি চালাকের গলায় দড়ি বেশি চালাকির অশুভ পরিণাম
অকূলে কূল পাওয়া: নিরূপায় অবস্থা থেকে উদ্ধার পাওয়া
অগড়-বগড় / অগড়ম-বগড়ম: অর্থহীন বা আবোল তাবোল কথা / পাগলের প্রলাপ
Reference: