বাগধারা: আ

 

  • আকাশ থেকে পড়া: অপ্রত্যাশিত
  • আউলিয়া চাঁদ: যে অল্পেই আকুল হয়
  • আকাশের চাঁদ দুর্লভ বস্তু
  • আক্কেল সেলামি: নির্বুদ্ধিতার দণ্ড
  • আকাশে তোলা: অতিরিক্ত প্রশংসা করা
  • আকাশ পাতাল প্রচুর ব্যবধান
  • আদায় কাঁচকলায় শত্রুতা
  • আক্কেল গুড়ুম: হতবুদ্ধি/ স্তম্ভিত
  • আকাশ ভেঙ্গে পড়া: হঠাৎ বিপদ হওয়া
  • আক্কেল দাঁত ওঠা: পাকা বুদ্ধি
  • আগুনে ঘি ঢালা: রাগ বাড়ানো
  • আকাশ কুসুম: অবাস্তব / অলীক ভাবনা
  • আদিখ্যেতা: ন্যাকামি
  • সাপে নেউলে শত্রুতা
  • আদা জল খেয়ে লাগা প্রাণপণ চেষ্টা করা
  • আধা খেঁচড়া: বিশৃঙ্খলা
  • আঙুল ফুলে কলাগাছ: হঠাৎ ধনী হওয়া
  • আট কপালে হতভাগ্য
  • আদার ব্যাপারী: সামান্য বিষয়ে ব্যস্ত ব্যক্তি
  • আবোল-তাবোল বাজে কথা
  • আঁতে ঘা মনে ব্যথা দেয়া
  • আমড়া কাঠের ঢেঁকি: অপদার্থ
  • আষাঢ়ে গল্প: আজগুবি গল্প
  • আমড়াগাছি করা: প্রতারণাপূর্ণ তোষামোদ
  • আমতা আমতা করা: ইতস্তত করা
  • আড়ি পাতা: লুকিয়ে লুকিয়ে শোনা
  • আহলাদে আটখানা: অত্যন্ত খুশী
  • আচাতুয়ার বোম্বাচাক: অসম্ভব ব্যাপার
  • আকাশ ধরা: বৃষ্টি বন্ধ হওয়া
  • আখাম্বা বেখাপ্পা
  • আটাশে ছেলে: দুর্বল ছেলে
  • আঠারো আনা: বাড়াবাড়ি / সম্ভাবনা
  • আকাশে থুথু ফেলা: নিজেরই ক্ষতি করা
  • আতান্তরে পড়া: বিপদে পড়া
  • আতারি কাতারি: ছটফটে ভাব
  • আয়োসুয়ো: সধবা স্ত্রীলোকের দল
  • আদমের কাল: সুপ্রাচীন কাল
  • আদাড়ের হাঁড়ি: সামান্য লোক
  • আঁজল-পাজল: ঝাঁকুনি দেওয়া
  • আমগন্ধি: কাঁচা গন্ধযুক্ত
  • আমি আমি করা: আত্মত্মপ্রশংসা করা
  • আকালকেঁড়ে: দীনহীন / ভিখারি
  • আর আর: অন্যান্য
  • আলেয়ার আলো: দুর্লভ বস্তু
  • আহ্লাদে ফুটকড়াই: হেসে কুটিকুটি
  • আগাগাছতলা: আগাগোড়া / আদ্যন্ত
  • আঁকুপাঁকু করা: ছটফটানি/ব্যস্ততার ভাব
  • আনাই-ধানাই: আবোল-তাবোল
  • আআঁচল ধরে বেড়ানো: ব্যক্তিত্বহীন
  • আকাট মূর্খ: নিরেট বোকা
  • আয়োমুয়ো: সবধা স্ত্রীলোকের দল
  • আহ্লাদি পুতুল: আদুরে অকর্মণ্য
  • আনাড়ি: অপটু, অনভিজ্ঞ
  • আগডুম বাগড়ম: অর্থহীন কথা / অনাবশ্যক বক বক
  • অটিকুড়ো: নিঃসন্তান
  • আউপাতালি: কাঁদুনে
  • আলালের ঘরের দুলাল: অতি আদরে নষ্ট পুত্র
  • আওরানো: ব্যথা হওয়া
  • আওল: প্রসব করা
  • আঠার মাসে বছর: দীর্ঘসূত্রিতা / কুঁড়ে স্বভাব
  • আঁকড়া-আঁকড়ি: টানাটানি
  • আটুবাটু: জড়োসড়ো
  • আদাড়ের হাঁড়ি: তুচ্ছ/ অনাদৃত ব্যক্তি
  • আককুটে: অমিতব্যয়ী/বেহিসাবি
  • আল্লাআজি: কোলাকুলি
  • আকেলমন্ত/ আকেলমন্দ: বিবেচনা করে এমন
  • আটুপাটু: অতি উৎসাহ
  • আদুড়চুলি: ঘোমটা খোলা
  • আটখান করা/ আটখানা করা: টুকরো টুকরো করা
  • আধহারা: রোগাটে
  • আপকেওয়াস্তে: চাটুকার
  • আষাঢ়ান্ত বেলা: দীর্ঘস্থায়ী বেলা
  • আপনহারা: বিভোর
  • আলুথালু: এলোমেলো
  • আসরে নামা: আবির্ভূত হওয়া
  • আজবখানা / আজবঘর: জাদুঘর
  • আষ্টেপৃষ্ঠে: সর্বাঙ্গে
  • আস্তাকুঁড়ের পাতা: নিচ ব্যক্তি
  • আউছিয়া করা: নিন্দে করা
  • আঁদরু পেঁদরু: ব্যঙ্গার্থে
  • আগন্যাংলা: অগ্রবর্তী
  • আগুন নিয়ে খেলা: বিপজ্জনক ঘটনার আশঙ্কা তৈরি করা
  • আপন পায়ে কুড়াল মারা: নিজের অনিষ্ট নিজে করা
  • আসলে মুষল নেই, ঢেঁকিঘরে চাঁদোয়া: ঠিকমতো ব্যবস্থা গ্রহণের অভাব

 

Reference: