বাগধারা: এ

  • এলেবেলে: নিকৃষ্ট
  • এক ডাকের পথ: কাছাকাছি
  • এক চোখা: পক্ষপাতিত্ব / পক্ষপাতদুষ্ট
  • এক হাত লওয়া: প্রতিশোধ নেয়া
  • একা দোকা: নিঃসঙ্গ
  • এক গোয়ালের গরু: একই শ্রেণিভুক্ত
  • এলকুমি-বেলকুমি: অঙ্গভঙ্গি
  • এলাহি কাণ্ড: বিরাট আয়োজন
  • এক ক্ষুরে মাথা মুড়ানো: একই স্বভাবের
  • এক বনে দুই বাঘ: প্রবল প্রতিদ্বন্দ্বী
  • এণ্ডায় গণ্ডায়: গোঁজামিল দেওয়া
  • এক কথার মানুষ: দৃঢ় সংকল্প ব্যক্তি
  • এক লহমায়: এক মুহূর্তে
  • এক ছাঁচে ঢালা: সাদৃশ্য
  • এককে একুশ করা: অযথা বাড়ানো
  • একা ঘরে গিন্নি: কর্তৃত্ব
  • একাদশে বৃহস্পতি: সৌভাগ্যের বিষয় / সুসময়
  • এসপার ওসপার: মীমাংসা
  • এঁড়ে তর্ক: যুক্তিহীন তর্ক
  • এলতলা-বেলতলা: এদিক-ওদিক
  • এলাকাঁড়ি: অমনোযোগ দেখানো
  • এক যাত্রায় পৃথক ফল: একই কাজের ভিন্ন প্রাপ্তি
  • এক ঢিলে দু'পাখি: এক প্রচেষ্টায় উভয় উদ্দেশ্য সাধন করা
  • এলোপাতাড়ি/এলোপাথাড়ি/এলোধাবাড়ি: বিশৃঙ্খলা
  • এক মাঘে শীত যায় না: বিপদ একবারই আসে না
Reference: