MakeMCQ
Blog
Teacher
MakeMCQ
Home
Teacher
বাগধারাঃ ক
কাগুজে বাঘ:
মিথ্যা জুজু
কাঁচা পয়সা:
নগদ উপার্জন
কলির সন্ধ্যা: দুর্দিনের সূত্রপাত হওয়া
ভেবলা হাকিম:
অনভিজ্ঞ
কাঁচা হাত:
অপটু
কাঁচা বাঁশে ঘুণ ধরা:
অল্প বয়সে বিগড়ানো
কন্ধে পাওয়া:
পাত্তা পাওয়া
কাঠের পুতুল:
নির্জীব / অসার
কাঁঠালের আমসত্ত্ব:
অসম্ভব বস্তু / ব্যাপার
করাতের দাঁত:
উভয় সংকট
কুনো ব্যাঙ:
সীমিত জ্ঞান
কৈ মাছের প্রাণ:
দীর্ঘজীবী/ যা সহজে মরে না
কেতাদুরস্ত:
পরিপাটি
কাছা ঢিলা:
অসাবধান
কত ধানে কত চাল:
টের পাওয়ানো
কাঁটার জ্বালা:
অসহ্য দুঃখ
কথার কথা:
গুরুত্বহীন কথা।
কথা দেয়া:
অঙ্গীকার করা
কথা চালা:
রটনা করা
কুরুক্ষেত্রের কাণ্ড:
মহাকলহ / তুলকালাম
কাক নিদ্রা:
অগভীর সতর্ক নিদ্রা
কেঁচে গরু:
নতুন করে আরম্ভ করা
কলুর বলদ।
একটানা খাটুনি
কান পাতলা:
সহজেই বিশ্বাসপ্রবণ
কালে ভদ্রে:
কদাচিৎ
কানে তুলো দেয়া।
ভ্রুক্ষেপ না করা
কান কাটা:
বেহায়া
কানে খাটো:
যে কম শুনতে পায়
কুল কাঠের আগুন:
তীব্র জ্বালা
কান খাড়া করা:
মনোযোগী হওয়া।
কচ্ছপের কামড়
নাছোড়বান্দা
কড়ায় গণ্ডায়:
সম্পূর্ণ / পুরোপুরি
কুলোপনা চক্কর:
সারহীন আড়ম্বর
কলা দেখানো:
ফাঁকি দেয়া
কুড়ের বাদশা:
ভয়ানক অলস
কাকভূষণ্ডি:
দীর্ঘায়ু ব্যক্তি
কতশত।
অসংখ্য
কাঁচা ধানে মই দেয়া
তৈরি জিনিস নষ্ট করা
কথার ফুলঝুরি:
বাকপটুতা
কানি খাওয়া।
পক্ষপাতিত্ব
ক-অক্ষর গোমাংস:
অশিক্ষিত ব্যক্তি/বর্ণ পরিচয়হীন
কলমির ঝাড়:
বংশে বহু লোক
কচু পোড়া:
অখাদ্য
কাঁটা দিয়ে কাঁটা তোলা:
শত্রু দিয়ে শত্রু নিধন
কড়ার ভিখারি:
দীন
কড়ি কপালে:
ভাগ্যবান
কিলিয়ে কাঁঠাল পাকানো:
অসম্ভবকে সম্ভব করা
কথার মানুষ:
কথা ঠিক রাখে এমন
কপাল ঠুকে লাগা:
প্রত্যয় নিয়ে
কড়িকাঠ গনা
কাজ না করে কালহরণ
কপোল-কল্পনা:
মনগড়া কথা
কলমি কাপ্তেন:
দরিদ্র কিন্তু বিলাসী
কচকচি/কচকচানি:
তর্ক-বিতর্ক / বাদ-প্রতিবাদ
কটু কাটব্য:
তিরস্কার
কানু ছাড়া গীত নাই:
একমাত্র অবলম্বন
কাজের থই:
কাজের সীমা
কানখড়কে:
যার কান খুব সজাগ
কানাগরুর ভিন্ন পথ:
অস্থানে সুনির্দেশনা
কার্তিকে ঝড়:
অসময়ে ঝড়
কায়দা হওয়া:
বশে আসা
কাটনার কড়ি:
সামান্য উপার্জন
কায়েতের ঘরের ঢেঁকি:
অপদার্থ লোক
কাট-গোঁয়ার:
অত্যন্ত একগুয়ে
কুমড়ো কাটা বটঠাকুর:
অকর্মণ্য লোক
কালাপানি পার:
দ্বীপান্তরে যাওয়া
কাবুতে পাওয়া:
বাগে পাওয়া
কুমিরের সান্নিপাত:
অসম্ভব ব্যাপার
কিছুতকিমাকার:
অদ্ভুত ও কুৎসিত
কাঁজি ভক্ষণ:
নামে গোয়ালা হতভাগ্য
কলি ফেরানো:
দেয়ালে চুনকাম করা
কুঁচো বাসন।
ছোটখাটো থালাবাটি
কিষ্কিন্ধ্যাকাণ্ড:
তুমুল হট্টগোল
কুবেরের ভাণ্ডার:
অফুরন্ত ঐশ্বর্য
কেঁচো যাওয়া:
পণ্ড হয়ে যাওয়া
কুঁজড়োপনা:
ঝগড়াটে স্বভাব
কপাল ফেরা
সৌভাগ্য লাভ
কেস কেরোসিন:
গুরুতর ব্যাপার
কেল্লা ফতে:
জয়লাভ
কুম্ভীরাশ্রু:
মায়াকান্না / কপট অশ্রু
কচু বনের কালাচাঁদ:
অপদার্থ
কেঁদো বাঘ
বিশাল বাঘ
কৃষ্ণের জীব।
দুর্বল ও অসহায় প্রাণী
কাষ্ঠ হাসি:
কপট হাসি
কেষ্ট-বিটু:
বিশিষ্ট ব্যক্তি
কপাল কাটা:
অদৃষ্ট মন্দ হওয়া
কাজির বিচার:
গোঁজামিল বিচার
কাকম্লান:
অসম্পূর্ণ গোসল
কাশীলাভ:
কাশীতে মৃত্যু এবং স্বর্গলাভ
কাবু করা:
শক্তিহীন করা
কাঠখোট্টা:
নিরস
কাটমোল্লা:
ধর্মান্ধ মুসলমান
কিপটের জাসু:
অত্যন্ত কৃপণ
কালামুখো:
নির্লজ্জ
কারিকুরি:
প্রতারণা
কু ডাকা।
অমঙ্গলের আশঙ্কা করা
কেন্নোর আড়ি:
একরোখা ভাব
কুদু লেপনা:
ঝগড়াটে স্বভাব
কেউ কেটা:
সামান্য, গণ্যমান্য ব্যক্তি (নেতিবাচক)
ক্যাভাভ্যারাম:
কদাকার
কু চকুরে:
কুটিল
কিস্তিমাত করা
সফলতা লাভ
কান ভাঙানো:
কুপরামর্শ
কচুকাটা করা:
ধ্বংস করা
কেঁচো খুঁড়তে সাপ:
সামান্য থেকে অসামান্য পরিস্থিতি
কলমের খোঁচা:
অনিষ্ট করার উদ্দেশ্যে লিখিত আদেশ
কালনেমির লঙ্কাভাগ:
মাত্রাতিরিক্ত আশা করে নিরাশ হওয়া
রূপমণ্ডুক।
সীমিত জ্ঞানের মানুষ / সংকীর্ণমনা ব্যক্তি / ঘরকুনো
কোমর বাঁধা:
দৃঢ় সংকল্প
কানা ছেলের নাম পদ্মলোচন:
যার যে গুণ নেই সে গুণের ভান করা
কুনকি হাতি:
যে পোষা হস্তিনী বন্য হাতি ধরতে সাহায্য করে /কৌশলে অন্যকে বশ করা
Reference: